নীলফামারী সংবাদদাতা ॥
নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ এবং অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) কঠোর নিরাপত্তা মুলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন র্যাব-১৩’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বিপিএম(বার), পিপিএম।
আজ শনিবার দুপুরে র্যাব-১৩’র নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২) ক্যাম্পে আগামী ১০মার্চ রবিবারের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।তিনি বলেন, সহিসংতা মোকাবেলায় ভোটের আগে ও পরের দু’দিন পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবে বাহিনীর সদস্যরা। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত মেজর আরমিন রাব্বি,উপ-অধিনায়ক,এসজিপি,পিপিএম,মেজর এটিএম নাজমুল হুদা,ক্যাম্প কমান্ডার,নীলফামারী,মেজর গালিফ মোহাম্মদ নাতিকুর রহমানসহ আরও অনেকে।এদিকে আজ দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জমাদী। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারের কাছে এসব হস্তান্তর করা হয়।