ত্রিশাল প্রতিনিধি। ,
বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মোঃ মাহফুজুর রাজ্জাক অনিক। বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিভিন্ন রাস্তায় ফল ও ঔষধী গাছের চারা রোপণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, সহ ছাত্রলীগের অনান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিন্নধর্মী এমন কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মাহফুজুর রাজ্জাক অনিক বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ হলো মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও এই দেশের গনমানুষের একমাত্র সংগঠন। আজ এই সংগঠনের ৭০তম জন্মদিন। বর্তমান আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে,আমি চাই অর্থনীতি সমৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণের পাশাপাশি আমার এই সুন্দর দেশটা যেন ফুল-ফলেও স্বয়ংসম্পূর্ণ হয়, তাই আজকে আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নানা ধরনের ফল, ফুল ও ঔষধি চারা রোপণ করেছি।