ঘোষনা:
গোবিন্দগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং ও মারপিটের ঘটনায় দু’জন আটক ।

গোবিন্দগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং ও মারপিটের ঘটনায় দু’জন আটক ।

 

কামরুল হাাসান,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দঞ্জে ইভটিজিং ও মারপিটের ঘটনায় বখাটে যুবক মেহেদী হাসান (১৬) এর বড় চাচা হাফিজার রহমান ও চাচাতো ভাই সাইফুর রহমানকে পুলিশ আটক করেছে।সোমবার সকাল অনুমান সাড়ে নয়টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের কাকশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, রাজাহার ইউনিয়নের ধণিয়াল লতিফিয়া দাখিলী মাদ্রাসায় পরীক্ষা দেয়ার জন্য বাড়ী থেকে বের হয়ে মাদ্রাসা যাওয়ার পথে এক ছাত্রীকে একই গ্রামের মুক্তার হোসেনের পুত্র বখাটে যুবক মেহেদী হাসান ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে ওই ছাত্রীকে বখাটে যুবক রাস্তায় বে-ধরক মারপিট করে। খবর পেয়ে ছাত্রীর বৃদ্ধ দাদা ও বাবা, মা এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে বলে তারা জানান। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা ফরিদুল ইসলাম বাদী হয়ে ইভটিজিং ও মারপিটের অভিযোগে থানায় একটি এজাহার দায়ের করেছে।থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এজাহারের সত্যতা নিশ্চিত করে বলেন ওই ঘটনায় পুলিশ দু’জনকে আটক করে থানায় নিয়ে এসেছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST