বিনোদন ডেস্ক,
বলিউডের অধিকাংশ আইটেম গানেই দেখা যেত মালাইকা অরোরা। চলচ্চিত্রে সাহসীভাবে পর্দায় উপস্থিতির জন্য তিনি ছিলেন বিশেষভাবে পরিচিত।
বলতে গেলে, ১৯৯৩ সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখা এ বলিউড নায়িকা ছিলেন যৌনতার প্রতীক। এজন্য ছবির গান হিট করাতে তাঁরই শরণাপন্ন হতেন নির্মাতারা।
সময় গড়ায়। ইন্ডাস্ট্রিতে পা রাখেন নোরা ফাতেহি। হালের বলিউডের প্রায় সব আইটেম গানেই দেখা মিলছে এ নায়িকার।
মালাইকা বনাম নোরা- কে বেশি সফল, কে বেশি আবেদনময়ী- এনিয়ে অনুরাগীদের চর্চার শেষ নেই। কিন্তু মালাইকার সঙ্গে তাঁর এই ‘অহেতুক’ তুলনা মেনে নিতে নারাজ নোরা।
সম্প্রতি ‘মুভ ইন উইথ মালাইকা’-তে এসে সে কথাই জানান তিনি। বলেন, ‘মালাইকা যা করেছেন, আমি তা কখনও করতে পারব না।’