ঘোষনা:
শিরোনাম :
ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীন হল কিশোরগঞ্জ উপজেলা নীলফামারীতে এমপি রানার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় জাতীয়পার্টির মানববন্ধন। রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে আসা উচিৎ ; স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭ বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত ২ আহত ১০ মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগে গঙ্গাচড়া থানা থেকে তাঁদের প্রত্যাহার জেলা রংপুর পুলিশ লাইনে ।

সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগে গঙ্গাচড়া থানা থেকে তাঁদের প্রত্যাহার জেলা রংপুর পুলিশ লাইনে ।

রংপুর প্রতিবেদক,

সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগে গঙ্গাচড়া থানা থেকে তাঁদের প্রত্যাহার জেলা রংপুর পুলিশ লাইনে ।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে তাঁদের প্রত্যাহার করার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার।প্রত্যাহার করা চার পুলিশ সদস্য হলেন এসআই আবদুল করিম, কনস্টেবল তারেক আজিজ, আবদুল হাকিম ও শাহজালাল। গঙ্গাচড়া থানা থেকে তাঁদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। একাত্তর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ তাঁদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দেন। এরপর এই ব্যবস্থা নেওয়া হলো। বায়েজিদ আহমেদ বলেন, সোমবার বিকেলে গঙ্গাচড়া ডিগ্রি কলেজের সামনে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করছিলেন গঙ্গাচড়া থানার এসআই আবদুল করিম ও আরও তিন পুলিশ কনস্টেবল। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ওই চার পুলিশ সদস্য একাত্তর টিভির ক্যামেরাম্যান শাহিন আলমের ওপর চড়াও হন ও লাঞ্ছিত করেন। এতে তিনি বাধা দিলে তাঁকেও লাঞ্ছিত করা হয়। পরে গঙ্গাচড়া থানায় তিনি (বায়েজিদ) মৌখিক অভিযোগ দেন। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সাংবাদিকের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মিজানুর রহমান ওই চারজনকে প্রত্যাহারের নির্দেশ দেন। এদিকে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST