আন্তর্জাতিক ডেস্ক; যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য তথ্য প্রতিষ্ঠান এয়ারফিনিটির ধারণা, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন প্রতিদিন ৯ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে। সপ্তাহখানেক আগে এ সংখ্যা ৫ হাজার ছিল বলে জানায় প্রতিষ্ঠানটি।
চলতি বছরের নভেম্বর থেকে চীনে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছিল; নিয়মিত শনাক্তকরণ পরীক্ষা, উপসর্গবিহীন রোগীর সংখ্যা প্রকাশ বন্ধসহ বেইজিং তার ‘শূন্য কোভিড’ নীতি থেকে সরে আসায় এ মাসে পরিস্থিতি এখন আরও নাজুক আকার ধারণ করেছে।
চলতি ডিসেম্বরের প্রথম দিন থেকে এ পর্যন্ত কোভিডে ১ কোটি ৮৬ লাখ লোক আক্রান্ত আর মৃত্যু ১ লাখে পৌঁছেছে বলে ধারণা এয়ারফিনিটির।
জানুয়ারির ১৩ তারিখে সংক্রমণ তার প্রথম চূড়ায় পৌঁছাবে, সে সময় চীনে প্রতিদিন ৩৭ লাখ কোভিডে আক্রান্ত হবে বলেও অনুমান এ ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠানের।
তাদের এই মূল্যায়নের সঙ্গে চীনা কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ব্যাপক গরমিল দেখা যাচ্ছে।