ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
সোমবার রাত ৯টা ২০ মিনিটে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক ।

সোমবার রাত ৯টা ২০ মিনিটে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক ।

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় আন্তনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনার পড়ে। এতে নিহত হয় চার যাত্রী।

কমলগঞ্জ, মৌলভীবাজার , প্রতিনিধি,
রাত ৯টা ২০ মিনিটে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার রাত নয়টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ওই পথে স্বাভাবিকভাবে যাত্রা করে।

এর আগে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় রোববার রাত সাড়ে এগারোটার দিকে আন্তনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার করে ক্ষতিগ্রস্ত রেল সেতু মেরামত করা হয়। এরপর সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে একটি রেলইঞ্জিন নিরাপদে সেতু পার হলে ট্রেন চলাচল স্বাভাবিক বলে ঘোষণা করেন গণপূর্ত রেলপথের প্রকৌশল বিভাগ। এরপর নয়টা ২০ মিনিটে উদয়ন এক্সপ্রেসে ওই সেতু পাড়ি দেয়। ট্রেন চলাচল স্বাভাবিক বলে ঘোষণা দেন কুলাউড়ার দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত রেলপথের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার অভিযান ও সেতু মেরামতের পরে রাত ৯টা ২০ মিনিটে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হয়েছে। উল্লেখ্য রোববার রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর উপবন এক্সপ্রেসের পাঁচটি বগি বরমচাল এলাকার রেল সেতু থেকে ছিটকে পড়ে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST