ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীর হতদরিদ্র জনগোষ্ঠিকে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে উত্তরা ইপিজেডে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প গৃহীত হওয়ার পরেও তা অন্যত্র সরিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

বুধবার (১৫ মার্চ/২৩) দুপুরে জেলা অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে নীলফামারী শিল্পকলা একাডেমীর সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে সকল শ্রেণীর মানুষ অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি আবু মুসা মাহমুদুল হক প্রামানিক, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পরাভেজ উজ্জল ।

বক্তারা বলেন, কয়েক বছর আগে এনএপি.আর.আই নামে প্রকল্পটি উত্তরা ইপিজেডে স্থাপনের সিদ্ধান্ত হয় এবং সম্ভাব্যতা যাচাই ও স্থান নির্ধারণ করা হয়। উন্নয়ন বঞ্চিত হওয়ায় নীলফামারীর উত্তরা ইপিজেডে বিশেষ ভাবে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। কিন্তু আমলাতন্ত্রিক জটিলতায় দীর্ঘদিন প্রকল্পটি ফাইল চাপা থাকার পর ঢাকা ও চট্টগ্রাম কর্ণফুলি ইপিজেডে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়ায় উত্তরাঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই প্রকল্পটি অন্যত্র স্থানান্তর না করার দাবী সকলের।

এসময় নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, মর্নিং গ্লোরীর জেলা প্রতিনিধি আবু হাসান, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, বর্তমান কথা পত্রিকার জেলা প্রতিনিধি ও গ্রামপোষ্ট ২৪ এর স্টাফ রিপোর্টার মোঃ হারুন উর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST