আতিকুল ইসলাম ,নীলফামারী ,
মাদকদ্রবের অপব্যবহার ও অবধৈ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতারণ হয়েছে। আজ বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়নÍ্রণ কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোঃ নাহিদ হাসান সভাপতিত্বে নবাগত জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে স্মৃতি অম্লান চত্বরে একটি মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে জেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।