ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ

নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মাইনর মেরামত কাজের নির্বাচিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীকে অকথ্য ভাষায় গালি-গালাজ করায় টুপামারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মানিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ/২৩) দুপুরে জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দৈনিক বর্তমান কথা পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদকে লাঞ্চিত করার কারণে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও একাত্বতা ঘোষণা করেন বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা।

এসময় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জল, সাধারণ সম্পাদক ও আমার সংবাদের জেলা প্রতিনিধি আল-আমিন, সাবেক সভাপতি ও বাংলাভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকী, সাবেক সভাপতি ও মর্নিং গ্লোরী’র জেলা প্রতিনিধি আবু হাসান, জেলা রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও আমাদের অর্থনীতি’র জেলা প্রতিনিধি স্বপ্না আকতার, বাংলাশেদ প্রেসক্লাবের জেলার সভাপতি ও দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুল বারী, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, জাতীয় সাংবাদিক সংস্থার নীলফামারী শাখার সভাপতি আবুল শাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, মঙ্গলবার দুপুরে তথ্য সংগ্রহের কাজে সদর প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীর কক্ষে গেলে দৈনিক বর্তমান কথা পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকী প্রদান করেন ওই শিক্ষক। একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর এবং একজন গণমাধ্যমকর্মী সমাজের চতুর্থ স্তম্ভ। তিনি কিভাবে শিক্ষক হয়ে একজন গণমাধ্যমকর্মীকে অকথ্য ভাষায় গালি দেয় এটি আমাদের বোধগম্য নয়।

বক্তারা আরও বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা কঠোর অবস্থান গ্রহণ করবো। তাই স্কুল ফাঁকি দিয়ে সদর প্রাথমিক শিক্ষা অফিসে তাকে গল্প-গুজোবে মগ্ন থাকার প্রতিবাদে ও গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করার কারণে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST