গাইবান্ধা প্রতিনিধি ,
“হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে” শ্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার (২৫ জুন) রাতে শেষ হয়েছে গাইবান্ধা থিয়েটার আয়োজিত দু’দিনব্যাপী নাট্য উৎসব। সাংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় গাইবান্ধা থিয়েটার এই উৎসবের আয়োজন করে।
গত সোমবার (২৪ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনারে বিশিষ্ট নাট্যজন ফারুক শিয়র চিনু আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ নাট্য উৎসবের শুভ উদ্বোধন করেন। নাট্য উৎসব কমিটির আহবায়ক, গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবীর, গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এরআগে গাইবান্ধা থিয়েটারের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আয়োজক সংগঠন ও গাইবান্ধার সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম বাবু, সোহেব হোসেন মনা, সাজেদুল হক নান্টু, মোহাম্মদ আমিন, শাহ্ আলম বাবলু, জুলফিকার চঞ্চল, শাহনাজ আমিন মুন্নি।
দু’দিনব্যাপী নাট্য উৎসবে আয়োজক সংগঠন গাইবান্ধা থিয়েটার ছাড়াও নাটক পরিবেশন করে সারথি থিয়েটার, অন্তরঙ্গ থিয়েটার, মানবাধিকার নাট্য পরিষদ, সেলিম আল দীন নাট্যায়তন ও স্বাধীন পলাশ থিয়েটার। এছাড়া অনুষ্ঠানে গাইবান্ধার ঐতিহ্যবাহি সংগঠন বালাসী বাউল একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। উৎসবে অংশ নেয়া দলগুলোকে গাইবান্ধা থিয়েটারের পক্ষ থেকে অতিথিবৃন্দ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়