মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে পৈত্রিক সম্পত্তি থেকে বিতারিত ও হুমকীর প্রতিবাদে ভূমিদস্যু ও দখলবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী তাবাচ্ছুম আজম অন্তি সহ তার পরিবার।
রবিবার (১১ ফেব্রুয়ারী/২৪) দুপুরে জেলা শহরের বড়বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে অন্তি বলেন, তার পিতা গোলাম আজম বিটুর অস্বাভাবিক মৃত্যুর সময়ে বড় ভাই, মাসহ তিন জনই নানার বাড়ীতে ছিলো। তাদের দাবীর পরেও তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন চাচারা। পরেরদিন তার ক্রয়কৃত ৪১ শতাংশের উপর একটি বাড়ি, দোকান পাটসহ ১০৬ শতক জমিন চাচারা জোর জবরদখল করে নেয়। এই জমিন উদ্ধারে স্থানীয় ভাবে বিচার চেয়েও সঠিক বিচার পাননি। তাই গোলাম আজম বিটুর পরিবার স্থানীয় আত্মীয়স্বজনের সহযোগীতায় তাদের হোটেল পূণরায় দখল করেন। যা স্থানীয় পৌরসভার মেয়র ও প্রশাসন অবগত।
তারপরও নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন আপন চাচা পুলিশের চাকরিচ্যুত সাব ইন্সপেক্টর এনামুল হক রাজু, প্রভাষক গোলাম আজিজ মিঠু ও ওয়াদুদ ইসলাম বাবু। এঘটনায় সদর থানায় অভিযোগ দিলেও কোন প্রতিকার পায়নি তারা।
তাই নীলফামারী-০২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুষ্ঠ বিচারের দাবী জানান ভুক্তভোগী পরিবারটি। এসময় অন্তির মা সামছুন্নাহার ছন্দা, বড় ভাই তাজমিউল আজম অর্পিতসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।