ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
জাতীয় কিক বক্সিং প্রতিযোগীতায় রানার্সআপ পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ।

জাতীয় কিক বক্সিং প্রতিযোগীতায় রানার্সআপ পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ।

পঞ্চগড় প্রতিনিধি ,
বাংলাদেশ জাতীয় কিক বক্সিং প্রতিযোগীতায় চারটি স্বর্ণ পদক, পাঁচটি রোপ্য পদক ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ হয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। গত ২৮ এবং ২৯ জুলাই ঢাকার শহীদ তাজউদ্দীন আহমেদ স্টেডিয়ামে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগীতায় ফেদার ওয়েট-৫৭ কেজিতে মো. সবুজ হোসেন একটি স্বর্ণপদক, লাইট ফ্লাই ওয়েট-৪৫ কেজিতে মো. মোক্তাদির হোসেন একটি স্বর্ণপদক, হেবি ওয়েট-৯১ কেজিতে সুকান্ত রায় একটি স্বর্ণপদক এবং বেনটাম ওয়েট-৫৪ কেজিতে রুখসানা আক্তার রোজা একটি স্বর্ণপদক পেয়েছেন।  পিন ওয়েট-৪৫ কেজিতে তাবাসুম তারিন একটিতে রোপ্যপদক, লাইট ফ্লাই ওয়েট-৪৮ কেজিতে রহিমা আক্তার (সুমনা) একটি রোপ্যপদক, বেনটাম ওয়েট-৫৪ কেজিতে মো. শাহ ইমরান জিসান একটি রোপ্যপদক, লাইট ওয়েল্টার ওয়েট-৬৩ কেজিতে মিজানুর রহমান বাবু একটি রোপ্য পদক এবং ফ্লাই ওয়েট-৫১ কেজিতে ফাতেমা আক্তার লাকী একটি রোপ্যপদক ও উন্মুক্ততে (মহিলা) একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন।
এছাড়া পিন ওয়েট-৪২ কেজিতে সোনিয়া আক্তার একটি ব্রোঞ্জ পদক এবং লাইট হেবি ওয়েট-৮১ কেজিতে মোমিনুর রহমান একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। ওই প্রতিযোগীতায় বাংলাদেশ আনসার থেকে অংশ নেওয়া পঞ্চগড়ের খেলোয়ার নুর আমিন রুবেল স্বর্ণপদক অর্জন করে দেশের সেরা খোলায়ার (পুরুষ) নির্বাচিত হন।
পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং পঞ্চগড় জেলা কারাতে ও কিক বক্সিং কোচ আব্দুল্লাহ আল মামুন বাবু (ব্ল্যাকবেল্ট ২য় ড্যান) দুই দিন ব্যাপি এই প্রতিযোগীতার রেফারী হিেেসবে দ্বায়িত্ব পালন করেন।
প্রতিযোগীতায় সারা দেশের ২৯ টি জেলার মোট ২১০ জন খোলোয়ার অংশ নেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST