পঞ্চগড় প্রতিনিধি ,
বাংলাদেশ জাতীয় কিক বক্সিং প্রতিযোগীতায় চারটি স্বর্ণ পদক, পাঁচটি রোপ্য পদক ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ হয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। গত ২৮ এবং ২৯ জুলাই ঢাকার শহীদ তাজউদ্দীন আহমেদ স্টেডিয়ামে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় ফেদার ওয়েট-৫৭ কেজিতে মো. সবুজ হোসেন একটি স্বর্ণপদক, লাইট ফ্লাই ওয়েট-৪৫ কেজিতে মো. মোক্তাদির হোসেন একটি স্বর্ণপদক, হেবি ওয়েট-৯১ কেজিতে সুকান্ত রায় একটি স্বর্ণপদক এবং বেনটাম ওয়েট-৫৪ কেজিতে রুখসানা আক্তার রোজা একটি স্বর্ণপদক পেয়েছেন। পিন ওয়েট-৪৫ কেজিতে তাবাসুম তারিন একটিতে রোপ্যপদক, লাইট ফ্লাই ওয়েট-৪৮ কেজিতে রহিমা আক্তার (সুমনা) একটি রোপ্যপদক, বেনটাম ওয়েট-৫৪ কেজিতে মো. শাহ ইমরান জিসান একটি রোপ্যপদক, লাইট ওয়েল্টার ওয়েট-৬৩ কেজিতে মিজানুর রহমান বাবু একটি রোপ্য পদক এবং ফ্লাই ওয়েট-৫১ কেজিতে ফাতেমা আক্তার লাকী একটি রোপ্যপদক ও উন্মুক্ততে (মহিলা) একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন।
এছাড়া পিন ওয়েট-৪২ কেজিতে সোনিয়া আক্তার একটি ব্রোঞ্জ পদক এবং লাইট হেবি ওয়েট-৮১ কেজিতে মোমিনুর রহমান একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। ওই প্রতিযোগীতায় বাংলাদেশ আনসার থেকে অংশ নেওয়া পঞ্চগড়ের খেলোয়ার নুর আমিন রুবেল স্বর্ণপদক অর্জন করে দেশের সেরা খোলায়ার (পুরুষ) নির্বাচিত হন।
পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং পঞ্চগড় জেলা কারাতে ও কিক বক্সিং কোচ আব্দুল্লাহ আল মামুন বাবু (ব্ল্যাকবেল্ট ২য় ড্যান) দুই দিন ব্যাপি এই প্রতিযোগীতার রেফারী হিেেসবে দ্বায়িত্ব পালন করেন।
প্রতিযোগীতায় সারা দেশের ২৯ টি জেলার মোট ২১০ জন খোলোয়ার অংশ নেন।