সৈয়দপুর, (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী সৈয়দপুরে পাখি শিকারী দুলালের হাত থেকে রক্ষা পেয়ে মুক্ত আকাশে উড়লো ডাহুক পাখি। ৩০শে জুন (রবিবার) সৈয়দপুর বাইপাস সড়কে (মতির মোড়ে) পাখি ও পরিবেশ রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্’এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ০৮ টি ডাহুক পাখি প্রকৃতিতে অবমুক্ত করা হয়। পরে পাখি শিকারীর ফাঁদ জব্দ করে পুড়িয়ে দেওয়া হয় এবং মুচলেকা নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আমম্মেদ ও সেতুবন্ধনের সদস্যরা। উল্লেখ্য যে, ২০১৩ইং সাল থেকে পাখি ও পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।