রতন কুমার রায়,ডোমার নীলফামারী ,
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত নারী আসনে ( ৪,৫,৬) নং ওয়ার্ডে ২ জন মনোয়নপত্র উপজেলা রির্টানিং অফিসার আব্দুর রহিমের নিকট দাখিল করেন।
রবিবার (৩০জুন) সকাল ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুর রহিমের নিটক নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন । চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আমিনুল ইসলাম রিমুন,সতন্ত্র প্রার্থী মো: রফিকুল ইসলাম,আব্দুল মান্নান ,সন্তোষ চন্দ্র অধিকারী, মতিরাম রায় ও দিলীপ কুমার রায় । সংরক্ষিত নারী আসনে জোৎসনা রানী ও মোছা: সোনালী বেগম । আগামী ২জুলাই যাচাই-বাচাই, প্রার্থীতা প্রত্যাহার ৯ জুলাই ও ২৫ জুলাই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে । উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুর রহিম জানান চেয়ারম্যান পদে ৭জনের মনোনয়নপত্র ও সংরক্ষিত নারী আসনে ৩জনের মনোনয়নপত্র বিতরণ হলেও চেয়ারম্যান পদে ১জন ও সংরক্ষিত নারী আসনে ১জনের মনোনয়নপত্র দাখিল করেন নাই।