খুলনা প্রতিবেদক,
গ্রামীণ ব্যাংকের সেবার মান আরো বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। তিনি গ্রামীণ ব্যাংক খুলনা জোনের সকল এরিয়া ম্যানেজার, প্রোগ্রাম অফিসার ও শাখা ব্যবস্থাপকদের আলোচনা সভায় এ কথা বলেন।আজ মঙ্গলবার সকালে নগরীর অভিজাত হোটেলে ব্যাংকের খুলনা জোনাল ম্যানেজার মো: বাবর আলীর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, উপ ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।