গাইবান্ধা প্রতিনিধি ,
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার তারাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।গোপন সংবাদের ভিত্তিত্তে শনিবার দিবাগত রাতে উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মমতাজ আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী রওশন মিয়াকে ১ হাজার ১৬০ পিচ ও আনোয়ার হোসেনের ছেলে শামীম মিয়াকে ৮৪০ পিচ ইয়াবাসহ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। থানা অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান জানান, তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।