ঘোষনা:
শিরোনাম :
ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে ঘোষণা দিয়ে হত্যা, গ্রেফতার ৪  প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে সর্বস্তরে উন্নয়ন হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন সাতক্ষীরার কলারোয়ায় শ্যালকের ঘরে পেট্রোলের আগুন, অগ্নিদগ্ধ-৩, আটক -১ ডিমলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে ইপিজেড হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন। চট্টগ্রামে ছুরিকাঘাতে নাইটগার্ড নিহত নীলফামারীতে ভুয়া পরীক্ষার্থী আটক।
নীলফামারীর জলঢাকা বগুলাগারিতে স্বামি-স্ত্রীকে বাঁশ-ঝারে বেঁধে নির্মম ভাবে পিটিয়েছে এক প্রভাবশালি।

নীলফামারীর জলঢাকা বগুলাগারিতে স্বামি-স্ত্রীকে বাঁশ-ঝারে বেঁধে নির্মম ভাবে পিটিয়েছে এক প্রভাবশালি।

আতিকুল ইসলাম,নীলফামারী ,
নীলফামারীর জলঢাকা বগুলাগারি বাবুল্ল্যাহ পাড়াতে বাঁশ-ঝারে বেঁধে নির্মম ভাবে গরীব অসহায় স্বামি-স্ত্রীকে পিটিয়েছে এক প্রভাবশালি। এলাকাবাসি গুরুতর অবস্থায় জলঢাকা হাসপাতালে ভর্ত্তি করে।হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতারাচ্ছে স্বামী-স্ত্রী ।এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শি জানায় গত বৃহস্পতিবার (২৭ শে জুন ) ছপিয়ারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মহিদুলকে জোর করে ধরে নিয়ে গিয়ে বাঁশের সাধে বেঁধে নির্মমভাবে পিটিয়েছে প্রভাবশালি ছপিয়ার ও তার লোক জন মিলে ।খবর পেয়ে স্ত্রী রুপালি বেগম স্বামীকে বাচাতে গেলে তাকেও বেধরক পিটিয়ে অঞ্জান করে এবং মাটিতে লুটিয়ে পরে।এলাকাবাসির সহযোগিতায় দু-জনকে হাসপাতালে ভর্ত্তি করে।এতটাই গরীব যে,উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়ার টাকা নেই তাদের কাছে ।চারজনকে বিবাদি করে জলঢাকা থানায় একটি অভিযোগ করে। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST