ঘোষনা:
রিফাত হত্যাকাণ্ডে সরকারি দলের হলেও রেহাই পাবে না, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রিফাত হত্যাকাণ্ডে সরকারি দলের হলেও রেহাই পাবে না, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: গ্রাম পোষ্ট ।

ঢাকা প্রতিবেদক,
বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সরকারি দলের হলেও রেহাই পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (০১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইতোমধ্যে নয়জন গ্রেফতার হয়েছে। আমার বিশ্বাস, বাকিরাও অচিরেই গ্রেফতার হয়ে যাবে। গ্রেফতারের জন্য সিরিয়াসলি অভিযান চলছে।

‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এ হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত, তারা যদি সরকারি দলেরও কেউ হন; রেহাই পাবে না। এটা পুলিশকে জানানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের এটিচিউড জানিয়ে দেওয়া হয়েছে।’





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST