ঘোষনা:
শিরোনাম :
নাটোরের সিংড়ায় বিএনসিসি প্লাটুন পরিদর্শন চেক প্রদান করলেন বিএনসিসি মহাপরিচালক।

নাটোরের সিংড়ায় বিএনসিসি প্লাটুন পরিদর্শন চেক প্রদান করলেন বিএনসিসি মহাপরিচালক।

 

সামাউন আলী,সিংড়া(নাটোর)প্রতিনিধি ,
নাটোরের সিংড়ায় বিএনসিসি প্লাটুন পরিদর্শন এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চেক হস্তান্তর করেছে ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক।সোমবার বেলা ১২ টা হতে
১টা ১:৩০ মিনিট পর্যন্ত সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের বিএনসিসি প্লাটুন পরিদর্শন করেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাতেন খান পি এস সি জি৷তিনি উক্ত প্লাটুনের দেশ খ্যাত অন আমর্ড কমব্যাট (অস্ত্রবিহীন দ্বন্দ্ব যুদ্ধ) দলের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ভবিষ্যতে এই মান ধরে রাখার জন্য বিএনসিসি ফান্ডে আর্থিক সহায়তা হিসাবে ১ লক্ষ টাকার একটি চেক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনু কে হস্তান্তর করেন।

এসময় লেফটেন্যান্ট কর্নেল রেজিমেন্ট কমান্ডার মহাস্থান রেজিমেন্ট রাজশাহী রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর মোহাম্মদ মোবাশ্বের আলী খন্দকার, ব্যাটেলিয়ান এ্যাডজুটেন্ট আহসান হাবীব, পিইউও শফিকুল ইসলাম, টিইউও মীর গোলাম মোস্তফাসহ শিক্ষক মন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST