সংগৃহীত ছবি ।
ঢাকা প্রতিবেদক,
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শয্যাপাশে রওশন এরশাদ। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন স্বামী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে যান। সোমবার (১ জুলাই) প্রায় একঘণ্টা কোরআন তিলাওয়াত করেন জতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
জাতীয় পার্টি যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে কোরআন তিলাওয়াতের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রওশন এরশাদ।
এদিকে দুপুর সোয়া ১টার দিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে চিকিৎসকদের বরাত দিয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের জানান, পল্লিবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল বলা যায়।
এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।