ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
নীলফামারীতে নারিকেল গাছ থেকে পড়ে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু ।

নীলফামারীতে নারিকেল গাছ থেকে পড়ে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু ।

নীলফামারী প্রতিনিধি ,

নীলফামারীতে গাছ থেকে পড়ে আরমান হোসেন (১৪) নামের এক ছাত্র নিহত হয়েছে। নিহত আরমান পৌর শহরের মধ্য হাড়োয়া মহল্লার ইয়াকুব আলীর ছেলে ও শহরের ড্রিমল্যান্ড রেসিডিন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
সোমবার (১ জুলাই) সকালের দিকে সদরের ইটাখোলা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের মামা হাচানুর রহমান (৪৬) বলেন, আজ সকালের দিকে প্রতিবেশী লাভলী বেগমের বাড়ির নারিকেল গাছে চড়ে নারিকেল পারার সময় সে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হয়। পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা জানায়,‘আরমানের বয়স যখন দুই বছর তখনই তাকে নানা আকবর আলী ও নানী উম্মে বেগমের কাছে রেখে ঢাকায় চলে যান আরমানের মা চায়না বেগম ও বাবা ইয়াকুব আলী। তারা দু’জনই গার্মেন্টস শ্রমিক। ’
আরমানের নানী উম্মে বেগম (৬২) জানান,‘ সকালে প্রাইভেট পড়ে বাড়িতে এসে বই রেখে প্রতিবেশী লাভলী বেগমের বাড়িতে গিয়ে তার গাছের নারিকেল পাড়ার জন্য গাছে উঠতে গিয়ে পড়ে যায়। এসময় আমি ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তার মৃত্য হয়।’
নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে প্রতিবেশী লাভলীর নারকেল গাছে উঠার সময় পা পিছলে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম গ্রাম পোষ্টকে বলেন, এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। বাদী পক্ষের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST