নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীতে গাছ থেকে পড়ে আরমান হোসেন (১৪) নামের এক ছাত্র নিহত হয়েছে। নিহত আরমান পৌর শহরের মধ্য হাড়োয়া মহল্লার ইয়াকুব আলীর ছেলে ও শহরের ড্রিমল্যান্ড রেসিডিন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
সোমবার (১ জুলাই) সকালের দিকে সদরের ইটাখোলা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের মামা হাচানুর রহমান (৪৬) বলেন, আজ সকালের দিকে প্রতিবেশী লাভলী বেগমের বাড়ির নারিকেল গাছে চড়ে নারিকেল পারার সময় সে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হয়। পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা জানায়,‘আরমানের বয়স যখন দুই বছর তখনই তাকে নানা আকবর আলী ও নানী উম্মে বেগমের কাছে রেখে ঢাকায় চলে যান আরমানের মা চায়না বেগম ও বাবা ইয়াকুব আলী। তারা দু’জনই গার্মেন্টস শ্রমিক। ’
আরমানের নানী উম্মে বেগম (৬২) জানান,‘ সকালে প্রাইভেট পড়ে বাড়িতে এসে বই রেখে প্রতিবেশী লাভলী বেগমের বাড়িতে গিয়ে তার গাছের নারিকেল পাড়ার জন্য গাছে উঠতে গিয়ে পড়ে যায়। এসময় আমি ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তার মৃত্য হয়।’
নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে প্রতিবেশী লাভলীর নারকেল গাছে উঠার সময় পা পিছলে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম গ্রাম পোষ্টকে বলেন, এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। বাদী পক্ষের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।