নীলফামারী প্রতিনিধি ,
রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবীতে এবং জনপ্রতিনিধিদের সম্মানিভাতা প্রদানের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নীলফামারী ৪টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ মঙ্গলবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ডাকে নীলফামারীর পৌরসভার সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বরে সকাল থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। মানবন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন রংপুর বিভাগীয় ইউনিটের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, নীলফামারী জেলা ইউনিটের সাধারন সম্পাদক এবিএম গোলাম মোস্তফা, আহ্বাহক নীলফামারী পেীরসভা ইউনিট তারিক রেজা, সদস্য সচিব ইউনিট ফরিদ আহমেদ , ডোমার ইউনিটের সভাপতি মফিজুল আলম পারভেজ,সাধারন সম্পাদক উজ্জ্বল কানজিলাল, জলঢাকা ইউনিটের সভাপতি একেএম তোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক আজাদ হোসেন, সৈয়দপুর ইউনিটের সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারন সম্পাদক নাদিম আলম প্রমূখ। চলমান কর্মসূচীর কারনে পৌরসভার সাধারন জনগন নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছে। দেশব্যাপি ৩শত ২৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দুই থেকে ৫৯মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবীতে ১৪জুলাই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করবেন।