ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প নীলফামারীতে চলছে বালু বিক্রির মহোৎসব।দেখার কেউ নােই নীলফামারীতে দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ দুই বছর না পেরোতেই দেয়ালে ফাটল নীলফামারী জেলা মডেল মসজিদের নীলফামারীতে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক  নীলফামারীতে পদবী বাঁচাতে প্রধান শিক্ষকের হাত ধরে ক্ষমা চাইলেন বিএনপি নেতা নীলফামারীতে পুকুর খননের আড়ালে তিন ফসলি জমি নষ্ট করে মাটির ব্যবসা নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে আওয়ামী লীগ নেতার মনোনয়ন সুন্দরবনের উপকূলীয় অঞ্চল পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব  জলঢাকা হাসপাতালে ডাক্তারদের কর্ম বিরতি 
ডিমলায় ৭১’র মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার-৭ ।

ডিমলায় ৭১’র মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার-৭ ।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি  ,
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২০ নভেম্বর-১৭ ইং সালে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ্যাক্টের ৩(২) ধারায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-০৮/১৭ ইং। উক্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় অন্তর ভুক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় ১ জুলাই সোমবার দিবাগত রাতে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। যাহার মধ্যে ডিমলা সদর ইউনিয়নের মৃত: হাতেম আলীর ছেলে শাহাদৎ হোসেন (৬৮) পলাতক রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মৃত: মফির উদ্দিনের ছেলে আলহাজ্ব নুরল হক (৬৫), একই ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত: সাহাদাত উল্লার ছেলে আলহাজ্ব আব্দুস ছাত্তার (৭৯) ও মৃত: তাজ উদ্দিন ওরফে ফাকসু মামুদের ছেলে মোঃ জবেদ আলী (৭১), বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা গ্রামের মৃত: আব্দুল হাকিমের ছেলে মোঃ আব্দুল খালেক (৭১), গয়াবাড়ি ইউনিয়নের মৃত: ইব্রাহীম মুন্সির ছেলে একরামুল হক (৭৮), মৃত: কসিমুদ্দিন সরকারের ছেলে শহীদুল্লাহ সরকার (৭০) এবং মৃত: বক্তার উদ্দিনের ছেলে মোঃ মোকলেছার রহমান ওরফে খোকা (৭৬)। এ বিষয়ে নীলফামারী জেলার পুলিশ সুপার আশরাফ আলী সংবাদকর্মীদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ ও ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীদের নিজ-নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আসামীদের জেল হাজতে প্রেরণের জন্য প্রস্তুুতি চলছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST