রতন কুমার রায়-ডোমার,নীলফামারী ,
নীলফমারীর ডোমারে অভিমানী স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়ীতে ধোলাইয়ের শিকার হতে হয়েছে জামাইকে। ডান চোখসহ গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় পরে থাকলেও দেখা শুনার কেউ নাই।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার নিজ ভোগডাবুরী হাজীপাড়া গ্রামের মৃত ছুফিয়ার রহমানের পুত্র আবু কালাম (২৮) সাথে কেতকীবাড়ী দালানগঞ্জ গ্রামের মৃত কফিল উদ্দিনের মেয়ে রুমা বেগম (২৩) বিয়ে হয়। বিয়ের ছয় বছর সংসার জীবনে তাদের কোলে আসে একটি মেয়ে সন্তান। শুক্রবার তাদের সংসারের অভাব নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির পর অভিমান করে রুমা তার বাবার বাড়ীতে চলে যায়। ওই দিন দুপুর আড়াইটায় স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ীতে গেলে রুমার ভাগিনা রফিকুল, চাচা কাচু বাউ, মোজাফর , দুলু ও চাচী বাচাই জামাইকে বাড়ীতে দেখে বেদম মারপিট করে। এ সময় আবু কালাম গুরুত্বর আহত হলে তাকে ভয় দেখিয়ে দেড়শত টাকার সাদা ষ্টাম্পে স্বাক্ষর নিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।