ঘোষনা:
শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম ।

ঢাকা প্রতিবেদক,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসায় অসুস্থ হয়ে পড়লে সকালে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

বুধবার  বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরেই নানান রোগে ভুগছেন। সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ইউনাইটেড হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ শফিকুল আলমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। খালেদা জিয়ার প্রথম সরকারের সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ছিলেন রফিকুল ইসলাম মিয়া। তবে অনেক দিন থেকেই দলীয় কার্যক্রমে তাঁকে দেখা যায় না। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি অংশ নেননি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST