পিরোজপুর প্রতিনিধি,
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তিন সন্তানকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় দেন।
সাজা পাওয়া জাকির হোসেন (৪৯) উপজেলার ধাওয়া নলকাটা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় জাকির আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন কানাই লাল বিশ্বাস। তিনি বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’ সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ অক্টোবর দুপুরে জাকির তাঁর স্ত্রী লিপি বেগম (৩০), ছেলে সোহাগ হাওলাদার (১৪) ও ইমরান হাওলাদার (৮) এবং মেয়ে সুলতানা আক্তারকে (৬) দা দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় আহত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে জাকির দায়ের কোপে বড় ভাই আবুল হোসেনও জখম হন। স্থানীয় লোকজন লিপি, সোহাগ, ইমরান, সুলতানা ও আবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইমরান ও সুলতানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় লিপি ও সোহাগকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্থান্তর করা হয়। পরে সেখান থেকে সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যায়। এ ঘটনায় আবুল ছোট ভাই জাকিরে বিরুদ্ধে থানায় মামলা করেন। এর আগে স্থানীয় লোকজনের সহায়তায় জাকিরকে আটক করে পুলিশ। ২০১৩ সালের ২৫ মার্চ পুলিশ জাকিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার ১৩ জনের সাক্ষ্য নেন আদালত।