ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
বরিশালে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন করবে আওয়ামী লীগ।সমাবেশস্থল পরিদর্শন সংসদ সদস্যর ।

বরিশালে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন করবে আওয়ামী লীগ।সমাবেশস্থল পরিদর্শন সংসদ সদস্যর ।

সমাবেশস্থল পরিদর্শন করছেন সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।

বরিশাল প্রতিবেদক ,
তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজাতে বৃহস্পতিবার (০৪ জুলাই) বরিশালে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন করবে আওয়ামী লীগ। ওইদিন সকালে বরিশাল ক্লাবে আয়োজিত বিভাগীয় সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস গ্রাম পোষ্টকে জানান, সম্মেলনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন দলের কেন্দ্রীয় সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসনাত আব্দুল্লাহ। সার্বিক তদারকিও করছেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। আর প্রধান বক্তা হিসেবে নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এতে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, মেজর (অব.) হাফিজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য প্রযুক্তি সম্পাদক আফজাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল গ্রাম পোষ্টকে জানান, বরিশাল ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১টায় সম্মেলন শুরু হবে। যা চলবে দিনব্যাপী। এ নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST