ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
স্যানিটারি ন্যাপকিন প্রচারণা নিয়ে এনবিআরের দাবি প্রত্যাখ্যান ষষ্ঠ ইন্দ্রিয়ের ।

স্যানিটারি ন্যাপকিন প্রচারণা নিয়ে এনবিআরের দাবি প্রত্যাখ্যান ষষ্ঠ ইন্দ্রিয়ের ।

 

তানভীর ইসলাম,রাবি প্রতিনিধি ,

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে স্যানিটারি ন্যাপকিনের উপর সংযোজন কর নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্যদিকে, আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ এনবিআরের এমন দাবি প্রত্যাখ্যান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ষষ্ঠ ইন্দ্রিয়ের সভাপতি নওরিন আমিনা ও সাধারণ সম্পাদক আব্দুল মোমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুন সংগঠনটি রাজশাহী জিরো পয়েন্ট ও ঢাকার শাহবাগে স্যানিটারি ন্যাপকিনের উপর পূর্ব আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে। কিন্তু বেশির ভাগ মানুষের ভ্যাট সম্পর্কিত পূর্ণ ধারণা না থাকায় এই ভ্রান্তির তৈরি হয় যে, সরকার নতুন বাজেটে ৪০% ভ্যাট আরোপ করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘৪০% ভ্যাট আরোপিত হয়েছে নতুন বাজেটে’ এমন তথ্য আমাদের সংগঠন কখনোই প্রচার করেনি । বরং ‘পূর্ব আরোপিত ভ্যাট থেকে অব্যহতি দিলে স্যানিটারি ন্যাপকিনের মূল্য অনেকাংশেই কমে যাবে’ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসার চেষ্টা করেছে।

প্রসঙ্গত, এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের ওপর ভ্যাট আরোপের ফলে মূল্য বৃদ্ধি পেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হচ্ছে। ষষ্ঠ ইন্দ্রিয় নামক একটি সংগঠন এ বিষয়ে মানববন্ধনও করেছে। স্যানিটারি ন্যাপকিনের ওপর ৪০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে এমন প্রচার মিথ্যা ও বিভ্রান্তিকর।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST