ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর জলঢাকায় শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,উন্নয়ন সমানভাবে করা হবে, নীলফামারীতে শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু।
স্যানিটারি ন্যাপকিন প্রচারণা নিয়ে এনবিআরের দাবি প্রত্যাখ্যান ষষ্ঠ ইন্দ্রিয়ের ।

স্যানিটারি ন্যাপকিন প্রচারণা নিয়ে এনবিআরের দাবি প্রত্যাখ্যান ষষ্ঠ ইন্দ্রিয়ের ।

 

তানভীর ইসলাম,রাবি প্রতিনিধি ,

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে স্যানিটারি ন্যাপকিনের উপর সংযোজন কর নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্যদিকে, আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ এনবিআরের এমন দাবি প্রত্যাখ্যান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ষষ্ঠ ইন্দ্রিয়ের সভাপতি নওরিন আমিনা ও সাধারণ সম্পাদক আব্দুল মোমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুন সংগঠনটি রাজশাহী জিরো পয়েন্ট ও ঢাকার শাহবাগে স্যানিটারি ন্যাপকিনের উপর পূর্ব আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে। কিন্তু বেশির ভাগ মানুষের ভ্যাট সম্পর্কিত পূর্ণ ধারণা না থাকায় এই ভ্রান্তির তৈরি হয় যে, সরকার নতুন বাজেটে ৪০% ভ্যাট আরোপ করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘৪০% ভ্যাট আরোপিত হয়েছে নতুন বাজেটে’ এমন তথ্য আমাদের সংগঠন কখনোই প্রচার করেনি । বরং ‘পূর্ব আরোপিত ভ্যাট থেকে অব্যহতি দিলে স্যানিটারি ন্যাপকিনের মূল্য অনেকাংশেই কমে যাবে’ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসার চেষ্টা করেছে।

প্রসঙ্গত, এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের ওপর ভ্যাট আরোপের ফলে মূল্য বৃদ্ধি পেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হচ্ছে। ষষ্ঠ ইন্দ্রিয় নামক একটি সংগঠন এ বিষয়ে মানববন্ধনও করেছে। স্যানিটারি ন্যাপকিনের ওপর ৪০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে এমন প্রচার মিথ্যা ও বিভ্রান্তিকর।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST