ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সাথে বুধবার সকালে ডিমলা উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা নাজমুন নাহার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী ।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিনুর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম প্রমুখ। অত্র এলাকার জনপ্রতিনিধিগন, রাজনীতিববিদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রথমে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।