কামরুল হাসান ,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবোঝাই ট্র্যাকের ধাক্কায় রাজু মিয়া (৩২) নামে এক ভ্যানযাত্রী নিহত ও আহত হয়েছেন ভ্যান চালকসহ ৩ জন। নিহত ভ্যানযাত্রী গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের গরু ব্যাবসায়ী জোনাব আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া হ্যালীপ্যাড নামক স্থানে আজ ৪ জুলাই বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে নিহত রাজু বোয়ালিয়া বাঁধের মাথা থেকে গোবিন্দগঞ্জ বন্দরে ভ্যানযোগে আসার পথে রংপুরগামী একটি অজ্ঞাত ট্রাক ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই ভ্যানযাত্রী রাজু মিয়া নিহত হয়েছে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশন ইনচার্জ রতন শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।