স্টিভ রোডস। ছবি:সংগৃহীত ।
খেলা ডেস্ক ,
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এটি তার শেষ বিশ্বকাপ হলেও ওয়ানডেতে এখনই শেষ নয়। কিন্তু তার অবসর গুঞ্জন পিছু ছাড়ছে না কিছুতেই। এমনকী শুক্রবার (০৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে শেষ ম্যাচে মাঠে নামার আগেও সেই গুঞ্জনই ঘুরে ফিরে লর্ডসের বাতাসে ভেসে বেড়াচ্ছে।
তবে মাশরাফি থাকুক আর না থাকুক দলকে সামনে এগিয়ে যেতে হবে এমনই এক বার্তাই দলের জন্য দিয়ে রেখেছেন প্রধান কোচ স্টিভ রোডস।
চলতি বিশ্বকাপে বলার মতো পারফরম্যান্স নেই মাশরাফির নামের পাশে। ৭ ম্যাচে একটি মাত্র উইকেট নিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজ থেকেই ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। চোট নিয়ে খেলেছেন প্রতিটি ম্যাচ। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও চলতি মাসের শেষ দিকেই আছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সে সিরিজে কি মাশরাফি বিশ্রামে থাকবেন নাকি খেলবেন এমন প্রশ্নই আসে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসা রোডসের সামনে।
প্রধান কোচ বলেন, ‘দেখুন, মাশরাফি আমাদের দলের নেতা। সে যদি শ্রীলঙ্কার বিপক্ষে খেলে, তবে ব্যাপারটি দারুণ হবে। যদি অন্য কিছু ভাবে সেটাও ভালো। আমাদের এগিয়ে যেতে হবে। জীবন তো থেমে থাকবে না। সে আমাদের সঙ্গে থাকলে অসাধারণ ব্যাপার। আবার সে না থাকলেও আমাদের এগিয়ে যেতেই হবে।’
কেনো মাশরাফিকে ছাড়াই এগিয়ে যেতে হবে তার ব্যাখ্যাও দিলেন কোচ। বলেন, ‘আমিও জানি এখান থেকেই আপনারা শিরোনাম বেছে নেবেন। তাই ব্যাখ্যা করছি। মাশরাফি যদি শ্রীলঙ্কাতে না যায়, আমাদের এগিয়ে যেতে হবে। মাশরাফিকে ছাড়া একদিন বাংলাদেশ দলকে চলতে হবে। সেটা বিশ্বকাপের পরে হোক আর এক বছর পর হোক, কিন্তু চলতেই হবে। কাজটা সহজ নয়। তার মতো একজনের শূন্যতা পূরণ সত্যিই খুব কঠিন হবে।’
‘মাশরাফিকে তার সতীর্থরা অবিশ্বাস্য রকম সম্মান করে। আমি প্রায় তাকে যোদ্ধা বলে ডাকি। কারণ সে তার দল নিয়ে আসলে যুদ্ধই করে। ছেলেরাও এটাকে সম্মান করে, তাকে ভালোবাসে। তার বিশ্বকাপের শেষ ম্যাচে ছেলেদের আবেগ স্পর্শ করতেই পারে।’