জলঢাকা ,নীলফামারী,প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী মোজাফ্ফর হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার বেলা ৩টায় জলঢাকা উপজেলার ইটভাটা-হাফিজিয়ার মধ্যেস্থ আমেরতল রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।মৃতব্যক্তি ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি সবুজপাড়ার পৌরসভা ৯নং ওয়ার্ডের মফিল উদ্দিন মাস্টারের ছেলে।জানা যায়,ডোমার উপজেলা শাখা সোনালী ব্যাংকে মাস্টার রোলে চাকরী করেন মোজাফ্ফর। ঘটনার দিন সে দুপুরে ব্যাংকের কাজ শেষে স্ত্রী রুমি আক্তার (২০) কে সাথে করে সৈয়দপুরে আত্নীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মটর সাইকেল যোগে বের হয়। তারা জলঢাকা উপজেলার রাজারহাট বাজার পার হয়ে ইটভাটা দক্ষিনে আমেরতল স্থানে অপর দিক থেকে আসা একটি মাল ভর্তি (রংপুর-ন-১১-১১২৪,সোহান-সৌরভ এন্টারপ্রাইজ পিকআপ ওভারটেক করার সময় লুকিং গ্লাস সাথে ধাক্কা খেয়ে মোজাফ্ফরের গলা কেটে জবাই হয়ে যায়।এসময় প্রচুর রক্তক্ষরণে সে ঘটনাস্থলে মারা যায়।এবং স্ত্রী রুমি আক্তারের কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি।পিকআপের চালক ও হেল্পার পালাতক আছে। জলঢাকা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।