ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
বাংলাদেশ সরকারের রাজস্ব আয় বাড়ার ধারাবাহিকতায় ২৫ একর খাস জমি ৪ জুলাই-১৯ হতে ১ বছরের জন্য বালুমহাল দখল হস্তান্তর করা হয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর আলমকে । সোমবার দুপুর ২টায় নীলফামারী ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের বাঘের চর নামক এলাকায় এ বালুমহালের জমি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু সায়েম সরকার, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, সার্ভেয়ার রাব্বুল আল-আমিন, আজহারুল ইসলাম রাজা প্রমুখ উপস্তিত থেকে ইজারাদের নিকট দখল হস্তান্তর করেন। অপরদিকে একই উপজেলা ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে বাংলাদেশ সরকার এর দূর্যোগ ও ত্রাণ মন্ত্রাণলয়ের সহায়তায় একই দিনে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্থ ১’শ ৫৯ জন পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরন করা হয়।