ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ডিমলায় অপরাধ নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের উঠান বৈঠক ।

ডিমলায় অপরাধ নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের উঠান বৈঠক ।

ডিমলা ,নীলফামারী প্রতিনিধি ,

“পুলিশেই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানে মাদক নির্মূল, চুরি-ডাকাতি-ছিনতাই ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সব ধরণের অপরাধমূলক কর্মকান্ডকে নির্মূল করার লক্ষ্যে ডিমলা থানা পুলিশ প্রশাসনের আয়োজনে গণসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪-জুলাই) বিকেলে শফিকুল গণি স্বপন ফাজিল মাদ্রার মাঠে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া’র সভপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, ওসি (তদন্ত) সোহেল রানা। এসময় বৈঠকে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরাইম আল্ মিছরী বাবলু, উক্ত ইউনিয়নের যুবলীগের আহবায়ক শাহাজ উদ্দিন, যুগ্ন আহবায়ক সুইট মাহমুদ, সমাজ সেবক রবিউল ইসলা রঞ্জু, ইউনিয়ন আ’লীগ নেতা মহুবার রহমান প্রমুখ। শফিকুল গণি স্বপন ফাজিল মাদ্রার সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় ডিমলা থানর অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ তাঁর বক্তব্যে বলেন, আপনারা সাধারণ জনগণ আর আমারা পুলিশ ! তাই ভয়ের কিছুই নেই। পুলিশ জনগণের বন্ধু, জনগণ ছাড়া শুধু পুলিশ প্রশাসন অপরাধ র্নিমূল করতে পারে না। মাদক মুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরা-চালান এবং চুরি-ডাকাতি ঠেকাতে প্রশাসনের দায়ীত্বের পাশাপাশি আপনাদের অর্থাৎ জনগণের ভূমিকা অপরিসীম। তাই আসুন পুলিশ জনতা কাঁধে কাঁধ মিলিয়ে অপরাধের বিরুদ্ধে কাজ করি। তিনি আরো বলেন, আজ থেকে আপনার এলাকায় কোথাও যে কোন সময়ে পরিচিত বা অজ্ঞাত ব্যক্তিকে মাদক বা মাদকজাত দ্রব্য সেবন করতে দেখেন, তাহলে গোপনে থানার ০১৭১৩৩-৭৩৯১৪ এই নাম্বারে ফোন করবেন। আপনাদের দেয়া তথ্য আমরা গোপন রাখবো।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST