রাবি প্রতিনিধি ,
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট। বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে আজ রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
অবরোধ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সাধারণ সম্পাদক রনজু হাসান বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধি একটি অযৌক্তিক সিদ্ধান্ত যেখানে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে বহুমাত্রিক প্রভাব জনমানুষের উপর পড়বে। কৃষকের সার, শিল্পকারখানায় ব্যয়, শিক্ষার উপকরণসহ বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে যা স্বাভাবিক জীবনকে ব্যাহত করবে।’
এর আগে সকাল ৮টায় হরতাল সমর্থনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে জড়ো হয়ে নেতা-কর্মীরা বাস চলাচলে বাধা প্রদান করেন এবং বন্ধ রাখার দাবি জানান। এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালু থাকার পরও বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। তবে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থানের পর পুলিশের হস্তক্ষেপে জোটের নেতা-কর্মীরা মহাসড়ক ছেড়ে দেন।
পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক এফ এম আলী হায়দার বলেন, ‘সকালের সিডিউলের গাড়িগুলো বের হওয়ার সময় নেতা-কর্মীরা গাড়ি চলাচলে বাধা দেন। তাদের আধাবেলা হরতালের কারণে সকালের বাস চলাচল বন্ধ ছিলো। দুপুরের বাসগুলো যথারীতি চলছে।’