দণ্ডপ্রাপ্ত সাইফুুল পুলিশ হেফাজতে। ছবি: গ্রাম পোষ্ট ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সাইফুল ইসলাম (২১) নামে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মোগড়াপাড়া ওভারব্রিজের নিচ থেকে তাকে আটক করে পুলিশ। পরে সাইফুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন মাসের কারাদণ্ড দেন। সাইফুল সোনারগাঁয়ের বাড়ি মজলিস এলাকার জহিরুল ইসলামের ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ গ্রাম পোষ্টকে বলেন, সোনারগাঁ মোগড়াপাড়া ওভারব্রিজের নিচে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সাইফুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন।