আতিকুল ইসলাম,নীলফামারী ,
নীলফামারীতে জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতারণ হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ,নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদ মাহমুদ। এসময় নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি ও মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী উপস্থিত ছিলেন।