কামরুল হাসান ,গাইবান্ধা প্রতিনিধি ,
অবিরাম বর্ষন, পাহাড়ী ঢল ও বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদ চৌধরী বিদ্যুৎ, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সেলিম পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সভাপতি একেএম রেজাউল হক, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।
সভায় বক্তরা বলেন, বন্যার আগাম প্রস্তুতি গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারগণ সহ স্ব – স্ব বিভাগ ও অধিদপ্তরের প্রধানগণ এখন থেকে পদক্ষেপ গ্রহন করবেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী চলমান জরুরী বাঁধ মেরামতের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করাসহ ঝুকিপূর্ন বাঁধগুলো মেরামতের ব্যবস্থা গ্রহন করবেন।