জলঢাকা প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের বিএ ও বিএসএস এর ১ম থেকে ৬ষ্ঠ সেমিষ্টারের পরীক্ষা শুরু হয়েছে। সব পরীক্ষা শেষ হতে সময় লাগবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।সপ্তাহে শুক্রবার ও শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল ৯টায় রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে বাংলা বিষয়ের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়।
অফিস সূত্রে জানা যায়,এবারে মোট পরীক্ষার্থী প্রায় ১ হাজার। উদ্বোধনী ১ম সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষায় ২৮৭ জনের মধ্যে উপস্থিত ছিলো ২১৪ জন। এরপর দুপুর ২টায় চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের মোট ১৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে বলে জানা যায়। কেন্দ্র সচিব সহকারী অধ্যাপিকা মালিয়া আমিন রুনা বলেন,আমরা নিয়মের মধ্যে পরীক্ষা নিতেছি। কোন রকম সমস্যা হয়নি। ট্যাগ অফিসার উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মাছুদা আক্তার বলেন,সাধারন পরীক্ষাগুলোর মতই হচ্ছে। আমরা এ পরীক্ষাকে পজিটিভ ভাবতে পারি।
রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত বলেন,এখানকার পরীক্ষার্থী সব বয়সের আছে।এজন্য পরীক্ষা নিতে কোন রকম সমস্যা হয় না।