জলঢাকা প্রতিনিধি ,
মোঃ আজগার আলী নামের একবৃদ্ধা ঢাকা যাওয়ার পথে হারিয়ে গেছে। তার বয়স আনুমানিক (৭৫) বছর। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা,গায়ের গড়ন হালকা-পাতলা,মুখমন্ডল প্রায় গোলাকার,উচ্চতা ৫’১”। সে নিজ বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলা পৌর এলাকার বগুলা গাড়ীতে থাকতেন।রাজধানী ঢাকায় কর্মরত ছেলে মেয়েদের কাছে যাওয়ার উদ্দেশ্যে বৃদ্ধা গত ৮ জুলাই, ২০১৯ ইং অনুমান রাত ৮টার দিকে জলঢাকা টু কুমিল্লাগামী উল্লাস গাড়ী বহরে রওনা দেয়। এবং ০৯/০৭/১৯ ইং তারিখে ভোর ৪:৩০ মিনিটে আব্দুল্লাপুর স্টেশনে নামার পর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার কাছে কোন মোবাইল বা অন্যকোন যোগাযোগের মাধ্যমও ছিলো না । তাকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজেছে তার ছেলে-মেয়েসহ নিকট আত্মীয়রা।সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় বৃদ্ধার পরনে ছিল খয়েরি রং এর পাঞ্জাবি,লুঙ্গী,মাথায় টুপি এবং সাদা ও লাল রং এর হাজী চাদর। পরবর্তীতে ছেলে আলমগীর হোসেন ১২ জুন (শুক্রবার) ঢাকা টঙ্গী পূর্বথানায় সাধারন ডায়েরি করেছে। যাহার জিডি নং-৪৯৮। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে টঙ্গী পূর্বথানা ওসি-০১৭৬৯৬৯৫৫৪০, ছেলে-০১৭৫৩৬৫৩৪৭৬/০১৭৭৪৩১৫৬৫৩/০১৭৭২৫৪৮৫৭৫।যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। এরকম কোন বৃদ্ধা লোককে দেখা মাত্র উপরের মোবাইল ফোন নম্বরগুলোতে জানিয়ে দিয়ে মানবতার পরিচয় দিন।