গাইবান্ধা সদর উপজেলার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে কামারজানি ইউনিয়নের রায়দাসবাড়ি ও কুন্দেরপাড়া চরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩০ পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনিছুর রহমান, ট্যাগ অফিসার মকবুল হোসেন, কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলী, সচিব সরোয়ার হোসেন, সদস্য জেলাল উদ্দিন, মাজু আহমেদ, শফিুকুল ইসলাম ও তথ্য কেন্দ্রের পরিচালক মাহাবুর রহমানসহ অনেকে।
ত্রাণ হিসেবে ৩০০ পরিবারকে ২০ কেজি চাল এবং ৩০ পরিবারকে শুকনো খাবার দেয়া হয়েছে। শুকনো খাদ্যের মধ্যে ছিল মিনিকেট চাল, সোয়াবিন তেল, মসুর ডাল, নুুডলুস, চিনি ও লবন ইত্যাদি।