ঘোষনা:
শিরোনাম :
হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য
‘একবার না পারিলে দেখো শতবার, তবে রাবিতে কেন সুযোগ একবার?’

‘একবার না পারিলে দেখো শতবার, তবে রাবিতে কেন সুযোগ একবার?’

 

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রাখার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১১ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চাই’,‘সবাই যদি সুযোগ পায়,আমরা কেন নয়?’,‘একবার না পারিলে দেখো শতবার, তবে রাবিতে কেন সুযোগ একবার?’,‘শুধু আমরা কেন বঞ্চিত?’ ্ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ^বিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করা হয়েছে। আমরা ভর্তি পরীক্ষার কিছুদিন আগে সেটি জানতে পারি। অথচ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অধিকাংশ শিক্ষার্থীই দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছে। প্রত্যেক বছরই কিছু আসন ফাঁকা থাকে। দ্বিতীয়বার সুযোগ দিলে এসব আসনে যোগ্য শিক্ষার্থী ভর্তি হতে পারবে। বিশে^র অনেক বিশ^বিদ্যালয়েই কয়েকবার সুযোগ থাকে। তাহলে আমাদের কেন নয়? নীতিমালা প্রণয়ন করে হলেও আমাদেরকে আরেকবার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দিতে হবে।

এসময় মদীনাতুল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী অলিউল ইসলাম,রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী জিহাদ,গালিব,বরেন্দ্র কলেজের শিক্ষার্থী রবিউল,আফিফসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এক পর্যায়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ^াস দেন।

এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর বলেন, গতবার একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে রাজশাহী বিশ^বিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে না। সামনের ভর্তি পরীক্ষার আগেও মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে এবার দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকবে কি না।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST