ঘোষনা:
শিরোনাম :
ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ দেশ গুণগত শিল্পায়নের পথে দ্রুত এগিয়ে চলছে: প্রধানমন্ত্রী নীলফামারীতে সম্পত্তি বেদখলের পায়তারা, দফায় দফায় বাড়িঘর ভাংচুর-থানায় অভিযোগ নীলফামারীতে দিনব্যাপি ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে নীলফামারী জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ। সনাকের উদ্যোগে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন নীলফামারীতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত ডোমারের চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন ট্রেনের যাত্রা শুরু নীলফামারীতে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণ হচ্ছে ‘ন্যায়কুঞ্জ’ দিনাজপুরে মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাব
পুরান ঢাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদ ধসে বাবা-ছেলের মৃত্যু ।

পুরান ঢাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদ ধসে বাবা-ছেলের মৃত্যু ।

ঢাকা প্রতিবেদক ,

পুরান ঢাকার পাটুয়াটুলী এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ফল ব্যবসায়ী জাহিদুল ব্যাপারী ও তার ছেলে শফিকুল ব্যাপারী (১৮)।

বুধবার রাত ৮টার দিকে জাহিদুল ব্যাপারী এবং রাত ১২টার দিকে তার ছেলে শফিকুল ব্যাপারীর মরদেহ ধ্বংসস্তূপের নিচে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টার দিকে জাহিদুলের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে রাত ১২টায় শফিকুল ব্যাপারীর মরদেহ ধ্বংসস্তূপের নিচে পাওয়ার কথা গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে ভবনটি ধসে পড়ার পর পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে সূত্রাপুর থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাড়ির মালিক জাহিদুলের আত্মীয় সালাম বলেন, জাহিদুল এই এলাকায় ফল ব্যবসা করে। তার ছেলে তাকে সহযোগিতা করে। তারা দুজনই এই বাড়িতে থাকত।

তিনি বলেন, গতকাল রাত ১১টায় তার সঙ্গে আমার দেখা হয়েছিল। সকালে তার ফলের দোকান বন্ধ দেখে ফোন দেই। কিন্তু তার ফোন বন্ধ পাই। পরে তার ভাই ও আমি এসে দেখি ছাদ ধসে পড়েছে। সম্ভবত রাতেই ছাদ ধসেছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST