ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প নীলফামারীতে চলছে বালু বিক্রির মহোৎসব।দেখার কেউ নােই নীলফামারীতে দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ দুই বছর না পেরোতেই দেয়ালে ফাটল নীলফামারী জেলা মডেল মসজিদের নীলফামারীতে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক  নীলফামারীতে পদবী বাঁচাতে প্রধান শিক্ষকের হাত ধরে ক্ষমা চাইলেন বিএনপি নেতা নীলফামারীতে পুকুর খননের আড়ালে তিন ফসলি জমি নষ্ট করে মাটির ব্যবসা নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে আওয়ামী লীগ নেতার মনোনয়ন সুন্দরবনের উপকূলীয় অঞ্চল পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব  জলঢাকা হাসপাতালে ডাক্তারদের কর্ম বিরতি 
‘বড় কুঠি’ হস্তান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ।

‘বড় কুঠি’ হস্তান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ।

রাবি প্রতিনিধি ,
প্রথম প্রশাসনিক ভবন ‘বড় কুঠি’ সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে মালিকানা হস্তান্তর বিষয়ে পাশ হওয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশন। আজ বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বড় কুঠি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন। এটার সাথে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য জড়িত। ফলত এটা রক্ষা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি এটাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সদস্যের অনেকের বিরোধিতা সত্ত্বেও এমন সিদ্ধান্ত কেনো নেওয়া হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না। এটা রক্ষায় যদি সরকারি কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের সহযোগিতা লাগে সেটা অবশ্যই নেওয়া যাবে কিন্তু মালিকানা হস্তান্তর করা যাবে না।’

সংগঠনটির সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি রাশেদ রিমন ও সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম। এসময় সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৪৯১ তম সিন্ডিকেটে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির পর মন্ত্রণালয়ের কাছে বড় কুঠির মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সিদ্ধান্ত বাতিল করা না হলে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে রাবি শিক্ষক সমিতি।#





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST