আব্দুল মোমিন, নীলফামারী ,
নীলফামারী সদর উপজেলার ২ নং গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের সেবাসমূহ ডিজিটাল উপায়ে প্রদানের জন্য সচেতনতামূলক আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
অদ্য ১৮ই জুলাই, দুপুর এক টা হতে বিকাল তিনটা পর্যন্ত পর্যন্ত নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদে, নীলফামারী সদর উপজেলা, সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের সেবাসমূহ ডিজিটাল উপায়ে প্রদানের জন্য সচেতনতামূলক আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম সেবাসমূহ ডিজিটাল উপায়ে প্রদানের অালোচনা কর্মসূচিতে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী সদর উপজেলা, সমাজসেবা অফিসার, মোঃ গোলাম রাব্বানী। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সচিব, মহিলা ওয়ার্ড চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বৃন্দ।
নীলফামারী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের, ফিল্ড সুপার ভাইজার, মোঃ আব্দুল কাদের।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন।