ঘোষনা:
শিরোনাম :
ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক। কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর, লুটপাটে মামলা দায়ের নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার
বগুড়ায় যমুনার পানি কমলেও সোয়া লাখ মানুষ পানিবন্দী ।

বগুড়ায় যমুনার পানি কমলেও সোয়া লাখ মানুষ পানিবন্দী ।

ফাইল ছবি ।

বগুড়া প্রতিবেদক,

বগুড়ায় যমুনা  নদীর পানি কমলেও সোয়া লাখ এখনো মানুষ পানিবন্দী।  বগুড়ায় যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি আড়াই সেন্টিমিটার কমেছে। বগুড়ায় এখনো প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দী।

মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানির বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। আজ সকাল ছয়টায় পানিপ্রবাহ ছিল ১৭ দশমিক ৯৮.৫ সেন্টিমিটার; অর্থাৎ, বিপৎসীমার ১২৮ দশমিক ৫ সেন্টিমিটার ওপরে। সকাল নয়টায় পানি কমে ১৭ দশমিক ৯৬ সেন্টিমিটারে নেমেছে।

এখনো জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৯টি ইউনিয়নের ১২৯টি গ্রামের ১ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দী। বন্যায় ৩১ হাজার ৫৮৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে ১৪৫ বসতবাড়ি। আংশিক ক্ষতি হয়েছে ৬ শতাধিক ঘরবাড়ির। বাঁধে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। ৭৯টি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ জলমগ্ন হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর।

বন্যায় প্রায় ৯ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে কৃষকের জাগ দেওয়া কয়েক হাজার একর জমির পাট।

সবচেয়ে দুর্ভোগে পড়েছে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের মানুষ। যমুনার ঢলে ভেসে গেছে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের চরদলিকা, চরভাঙ্গুরগাছা, সুজনেরপাড়া, আউচারপাড়া গ্রামের কয়েক শ বসতঘর। এসব চরে বসবাসকারী মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বেশ কিছু এলাকায় এখনো সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা পৌঁছায়নি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুর্গতদের জন্য ২ হাজার প্যাকেট শুকনো খাবার এবং ৩৩৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ৫০০ মেট্রিক টন চাল, ১০ হাজার প্যাকেট শুকনো খাবার এবং ১০ লাখ টাকা চাহিদা পাঠানো হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST