বরগুনা প্রতিনিধি,
বরগুনায় রাসেল নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তার স্বজনরা।
রাসেল বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেকের ছেলে। তিনি এ বছর বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বুধবার (১৭ জুলাই) পরীক্ষার ফল প্রকাশিত হলে তিনি অকৃতকার্য হন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, রাসেলের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।