নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারী চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা,দোকান মালিকদের দাবির মুখে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে করার সিদ্ধান্ত দেন সাবেক সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি । আজ শনিবার(২০ জুলাই) সন্ধ্যায় সাবেক সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপির হস্তক্ষেপে পেছানো হয়েছে শিল্প ও বানিজ্য মেলা মেলা।
এদিকে আজ শনিবার সন্ধায় নীলফামারী বড় মাঠে মেলাটি শুরু হবার কথা।
এর আগে বিকেলে জেলা দোকান মালিক সমিতির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পৌর সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ব্যবসায়ীরা। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি সামসুল হক, সাধারন সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মুক্তি ও কাপড় ব্যবসায়ী আলাউদ্দিন আলীসহ অন্যান্য দোকান মালিকরা।
দোকান মালিকদের অভিযোগ, দুটি ঈদ ব্যবসায়ীদের ব্যবসার প্রধান সময়। আর মাত্র কয়েক দিন পর ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে। অথচ ঈদের আগে মাসব্যাপী মেলার আয়োজন করেছে চেম্বার অব কমার্স। এসময় এই মেলাটি চালু করা হলে সাধারন ব্যবসায়ীরা আর্থিক ভাবে ভীষন ক্ষতিগ্রস্থ্য হবেন। তাই ঈদ-উল-আযহার পর মেলাটি চালু করতে চেম্বার অব কমার্সসহ প্রশাসনের প্রতি আহবান জানান।
এরপর সেখান থেকে মিছিল নিয়ে সাবেক সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপির বাসায় তার সাথে সাক্ষাত করতে যান তারা। সংসদ সদস্য চেম্বার অব কমার্স ও দোকান মালিক সমিতির সদস্যদের সাথে আলোচনা করে। আলোচনা শেষে শোকের মাস আগস্টে মেলা না করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, আমরা আমাদের দাবিটি স্থানীয় সংসদ সদস্যের কাছে জানালে তিনি জেলা শিল্প ও বণিক সমিতির সঙ্গে আলোচনা করে মেলাটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে করার সিদ্ধান্ত দেন।
জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মারুফ জামান বলেন, আজ শনিবার সন্ধায় মেলাটি উদ্বোধন করার কথা থাকলেও সামনে ঈদ এবং শোকের মাস থাকায় স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সাহেবের পরামর্শ অনুযায়ী মেলাটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করার সিদ্ধান্ত হয়। এ কারণে শনিবার সন্ধায় মেলার উদ্বোধন হয়নি।