ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
সেই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা মিলেছে ।

সেই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা মিলেছে ।

তানভীর অর্ণব,রাবি প্রতিনিধি ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে অনুসন্ধান কমিটি। আজ রবিবার ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় অনুসন্ধান কমিটি এই রিপোর্ট জমা দেয় বলে নিশ্চিত করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী ।

তিনি জানান, সহকারি অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একটি সত্য অনুসন্ধান কমিটি করা হয়। আজকের সভায় সেই কমিটির রিপোর্ট জমা দেয়া হয়। তাতে ওই শিক্ষকের বিরদ্ধে অভিযোগ সত্য মনে হয়েছে। রিপোর্টের সারসংক্ষেপ আগামীকাল (সোমবার) বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৫ ও ২৭ জুন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই ছাত্রী যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিষ্ণুকুমার অধিকারীকে শিক্ষা কার্যক্রম থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়। অভিযোগ তদন্তে তিন সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়। পরে গত ২৮ জুন অভিযোগ প্রত্যাহার করে নিতে চাপ দেয়া হচ্ছে উল্লেখ করে নিরাপত্তা চেয়ে ওই দুই ছাত্রী থানায় জিডি করেন।

এর আগেও সান্ধ্য কোর্সের কয়েক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গত বছর অভিযুক্ত শিক্ষককে ওই ব্যাচের কার্যক্রম থেকে সরিয়ে নেয়া হয় বলে ইন্সটিটিউট সূত্রে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, ২০১২ সালে ‘নারী ঘটিত’ কারণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমেটরি থেকে তাকে বের করে দেয়া হয়। এছাড়াও বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে পছন্দের শিক্ষার্থীকে নম্বর বাড়িয়ে অপছন্দের শিক্ষার্থীদের নম্বর কমিয়ে দেয়া, চেম্বারে ডেকে হয়রানি, ফেসবুকে বিভিন্ন ব্যাচের গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট নিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে বলে শিক্ষার্থীরা জানায়।#





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST